Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
সিটিজেন চার্টার
বিস্তারিত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

মহিলা বিষয়ক অধিদপ্তর

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়

নড়াইল।

নারী উন্নয়ন ও জেন্ডার সমতা আনায়নে মহিলা বিষয়ক অধিদপ্তর মিলিনিয়াম ডেভেলপমেন্ট গোল (MDG) এবং দারিদ্র বিমোচন কৌশল পত্র (PRSP) এর আলোকে নারী উন্নয়নে বিভিন্ন কার্যক্রম ও কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করছে। মহিলা বিষয়ক অধিদপ্তর হতে প্রদেয় বিভিন্ন সেবা ও কর্মসূচিসমূহের বিবরণ:

ক্রঃ নং

সেবার নাম

সেবা প্রদান পদ্ধতি

প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তির স্থান

সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি

সেবা প্রদানের সময়সীমা

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (নাম,পদবী, ফোন নম্বর ও ই-মেইল)

1

2

3

4

5

6

7

দু:স্থ মহিলা উন্নয়ন ( ভিজিডি) কর্মসূচী । 

 

 

 

ইউনিয়ন কমিটির নিকট থেকে প্রাপ্ত উপকারভোগীদের তালিকা যাচাই বাছাই পূর্বক উপজেলা কমিটি কর্তৃক চুড়ান্ত অনুমোদন করা হয়। ভিজিডি কর্মসূচির আওতায় প্রতি ২(দুই) বৎসর বা ২৪ মাস মেয়াদী ভিজিডি চক্রে মহিলাদেরকে খাদ্য সহায়তার পাশাপাশি নির্বাচিত এনজিও’র মাধ্যমে জীবনদক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ এবং টেকসই আয়বর্ধক কর্মকান্ডের প্রশিক্ষণ সেবা প্রদান করা হয়।  

  • জেলা/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ কার্যালয়।

 

উপকারভোগী বাছাই/ নির্বাচনের প্রাথমিক তালিকার ‘ছক’ এবং তালিকার চুড়ান্ত ‘ছক’ বিনামূল্যে প্রদান করা হয়।

প্রতিমাসে ৩০ কেজির বস্তায় খাদ্য সহায়তা প্রদান করা হয়।

24 মাস

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা,    নড়াইল।

 ফোন-০৪৮১-৬৩২৭০ ও

dwao.narail@gmail.com

সংশ্লিষ্ট উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা,

দরিদ্র মা‌’র জন্য মাতৃত্বকাল ভাতা প্রদান কর্মসূচী।

ইউনিয়ন কমিটির নিকট থেকে প্রাপ্ত ভাতাভোগীদের তালিকা সরেজমিনে  যাচাই বাছাই পূর্বক উপজেলা কমিটি কর্তৃক চুড়ান্ত অনুমোদন করা হয়।

নির্বাচিত উপকার- ভোগী প্রতিজন ১ম অথবা ২য় গর্ভধারনকালের যে কোন একবার মোট ২ বৎসর মেয়াদের জন্য ভাতা ও প্রশিক্ষণ সেবা পাবে।

আবেদন ফরম, নীতিমালা ও অন্যান্য তথ্যাবলী  জেলা /উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার  কার্যালয়ে পাওয়া যায়।

মাসিক ৫০০/-টাকা হারে ৬মাস অন্তর ৩০০০/-টাকা উপকারভোগীর নিজেস্ব ব্যাংক হিসাবে  স্থানান্তর করা হয়।

বিনামূল্যে সেবা     দেওয়া হয়।

২ বছর  মেয়াদী

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, নড়াইল।

ফোন-০৪৮১-৬৩২৭০ ও

dwao.narail@gmail.com

সংশ্লিষ্ট উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা,

কর্মজীবি ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচি।‘’

জেলা কমিটি সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর,মহিলা ওয়ার্ড কাউন্সিলর মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত সমিতি সমুহের কাছ থেকে সম্ভাব্য উপকারভোগীদর তালিকা সংগ্রহ করে সরেজমিনে পরিদর্শন পূর্বক জেলা কমিটি যাচাই বাছাই করে উপকারভোগীদের  তালিকা চুড়ান্ত  করা হয়।

  • সরকার নির্ধারিত হারে ভাতার অর্থ প্রদান। 
  • ভাতা প্রদানের পাশাপাশি চুক্তিবদ্ধ এনজিও দের সহায়তায় উপকারভোগীদের গর্ভকালীন, প্রসবপূর্ব ও পরবর্তী  যত্ন , মা ও শিশু স্বাস্থ্য পরিচর্যা, পুষ্টি, মাতৃদুগ্ধপান, জন্মনিবন্ধন, স্বাস্থ্য কেন্দ্র পরিচিতি, টিকা ইত্যাদি সম্পর্কিত সচেতনতা মূলক প্রশিক্ষণ প্রদান

উপকারভোগীদের ছবি আবেদন পত্র উপকারভোগীদের চুড়ান্ত তালিকার ডাটাবেজ জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে সংরক্ষিত থাকে।

■জেলা/ লোহাগড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে প্রয়োজিনীয় কাগজ পত্র পাওয়া যায়।

মাসিক ৫০০/-টাকা হারে ৬মাস অন্তর ৩০০০/-টাকা উপকারভোগীর নিজেস্ব ব্যাংক হিসাবে  স্থানান্তর করা হয়।

বিনামূল্যে সেবা     দেওয়া হয়।

২ বছর  মেয়াদী

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, নড়াইল।

ফোন-০৪৮১-৬৩২৭০ ও

dwao.narail@gmail.com

সংশ্লিষ্ট উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা,

 

ক্রঃ নং

সেবার নাম

সেবা প্রদান পদ্ধতি

প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তির স্থান

সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি

সেবা প্রদানের সময়সীমা

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (নাম,পদবী, ফোন নম্বর ও ই-মেইল)

1

2

3

4

5

6

7

  ৪

মহিলাদের আত্মকর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণ কার্যক্রম

সরাসরি জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে এবং নিতীমালার আলোকে যাচাই বাছাই পূর্বক উপজেলা কমিটির মাধ্যমে ঋণ অনুমোদন করা হয়।

  1. আবেদন ফরম

জেলা/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে পাওয়া যায়।

  1.  ভোটার আইডি/জন্ম সনদ
  2. 3 কপি পাসপোর্ট সাইজের ছবি
  3. নন জুডিশিয়াল স্ট্যাম্প

 

আবেদন ফরম বিনা মূল্যে বিতরণ করা হয়।  ৩০০/- টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প উপকারভোগী কর্তৃক পরিশোধিত।

  1. চেকের মাধ্যমে ঋনের টাকা প্রদান করা হয়।

 

  1. আত্মকর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণ  ২ মাস গ্রেসপিরিয়ট বাদে ২১ কিস্তিতে পরিশোধযোগ্য।
  2. উৎপাদান মুখী ঘূর্ণায়মান ঋণ তহবিল  6 মাস গ্রেসপিরিয়ট বাদে ২4 কিস্তিতে পরিশোধযোগ্য। 

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, নড়াইল।

ফোন-০৪৮১-৬৩২৭০ ও

dwao.narail@gmail.com

সংশ্লিষ্ট উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা,

প্রধানমন্ত্রীর ঘূর্ণায়মান ঋণ তহবিল

সরাসরি জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে এবং নিতীমালার আলোকে যাচাই বাছাই পূর্বক জেলা কমিটির মাধ্যমে ঋণ অনুমোদন করা হয়।

  1. আবেদন ফরম
  2. জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে পাওয়া যায়।
  3.  ভোটার আইডি/জন্ম সনদ
  4. ৩ কপি পাসপোর্ট সাইজের  ছবি
  5. নন জুডিশিয়াল স্ট্যাম্প

আবেদন ফরম বিনা মূল্যে বিতরণ করা হয়।  ৩০০/- টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প উপকারভোগী কর্তৃক পরিশোধিত।

  1. চেকের মাধ্যমে ঋনের টাকা প্রদান করা হয়।

 

  1. প্রধানমন্ত্রীর ঘূর্ণায়মান ঋণ তহবিল ২ মাস গ্রেসপিরিয়ট বাদে ২২ কিস্তিতে পরিশোধযোগ্য। 

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, নড়াইল।

 ফোন-০৪৮১-৬৩২৭০ ও

dwao.narail@gmail.com

 

 

জীবিকায়নের জন্য মহিলাদের দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণ কমূসূচি ( জেলা পর্যায়)

জেলা কার্যালয়ে ৫টি ট্রেডে যেমন AvaywbK `wR©weÁvb ও এমব্রয়ডারী, মোমবাতি তৈরী, খাদ্যদ্রব্য প্রক্রিয়াজাতকরন, নার্সারী/কিচেন গার্ডেনিং, কাগজের প্যাকেট তৈরী। আগ্রহী প্রশিক্ষনার্থীগনের আবেদনের প্রেক্ষিতে জেলা কমিটির মাধ্যমে সংশ্লিষ্ট টেডে ১০ জন করে  প্রশিক্ষনাথিী চুড়ান্ত ভাবে নির্বাচন করা হয়।

 

  1. নির্ধারিত আবেদন ফরমে আবেদন করতে হবে  যা  বিনামূল্যে  জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে পাওয়া যায়।
  1.  ভোটার আইডি/জন্ম সনদ
  2. ২ কপি পাসপোর্ট সাইজ ছবি

 

  1. বিনা মূল্যে প্রশিক্ষণ দেওয়া হয়।
  2. প্রশিক্ষণার্থীদের উপস্থিত সাপেক্ষে ২০/-টাকা সম্মানিভাতা প্রদান করা হয়। 

 

 

৩ মাস মেয়াদী প্রশিক্ষণ

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, নড়াইল।

ফোন-০৪৮১-৬৩২৭০ ও

dwao.narail@gmail.com

 

7

দর্জিবিজ্ঞান প্রশিক্ষণ  (উপজেলা পর্যায়)

উপজেলায় ৩০ জন মহিলাকে দর্জিবিজ্ঞানে প্রশিক্ষন প্রদান করা হয়। আগ্রহী প্রশিক্ষনার্থীগনের আবেদনের প্রেক্ষিতে উপজেলা কমিটির মাধ্যমে প্রশিক্ষনাথিীদের  চুড়ান্ত ভাবে নির্বাচন করা হয়।

  1. নির্ধারিত আবেদন ফরমে আবেদন করতে হবে  যা  বিনামূল্যে  উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে পাওয়া যায়।
  1.  ভোটার আইডি/জন্ম সনদ
  2. ২ কপি পাসপোর্ট সাইজ ছবি
  1. বিনা মূল্যে প্রশিক্ষণ দেওয়া হয়।
  2. প্রশিক্ষণার্থীদের উপস্থিত সাপেক্ষে ২০/-টাকা সম্মানিভাতা প্রদান করা হয়। 

১ বছর মেয়াদী প্রশিক্ষণ

সংশ্লিষ্ট উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা

 

 

ক্রঃ নং

সেবার নাম

সেবা প্রদান পদ্ধতি

প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তির স্থান

সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি

সেবা প্রদানের সময়সীমা

দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা (নাম,পদবী, ফোন নম্বর ও ই-মেইল)

1

2

3

4

5

6

7

8

স্বেচ্ছাসেবী মহিলা সংগঠন

wbe܇bi Rb¨ cÖ‡qvRbxq KvMRcΠ cÖ¯‘Z KiZ †UªRvix Pvjv‡bi gva¨‡g 2000/-UvKv †iwR‡óªkb wd Rgv cÖ`vb c~e©K Av‡e`b Ki‡Z n‡e| Av‡e`b cÖvwßi 15 w`‡bi g‡a¨ wbeÜb করা হয়।

সংশ্লিষ্ট উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সরেজমিনে পরিদর্শন করে প্রাপ্ত প্রতিবেদন জেলায় প্রেরণ করবেন।

 

  1. স্বেচ্ছাসেবী মহিলা  সমিতির   গঠনতন্ত্র।
  2.  ৩৫ সদস্য বিশিষ্ট সাধারন কমিটির তালিকা।    
  3. ৭/৯ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির তালিকা ।
  4. প্রয়োজনীয় কাগজ পত্র আবেদন কারী সমিতি দাখিল করবে।

বিনামূল্যে রেজিষ্ট্রেন প্রদান করা হয়

 

 

 

চলমান

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, নড়াইল।

ফোন-০৪৮১৬৩২৭০ ও

dwao.narail@gmail.com

 

9

সচেতনতা মূলক কার্যক্রম

বাল্যবিবাহের কুফল, যৌতুকের কুফল, নারী নির্যাতন প্রতিরোধ, নারী ও শিশু পাচার, জন্ম  নিবন্ধন, এবং পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন ২০১০ সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্য উঠান বৈঠক/বিভিন্ন সভা করা হয়।

 

 

প্রযোজ্য নয়

 

 

 

 

বিনামূল্যে

 

 

চলমান

, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, নড়াইল।

 ফোন-০৪৮১৬৩২৭০ ও

dwao.narail@gmail.com

সংশ্লিষ্ট উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা,

১0

তথ্য প্রদান উইনিট

 মহিলা বিষয়ক অধিদপ্তরের কার্যক্রম সংক্রান্ত তথ্য নির্ধারিত ফরমে মহিলা বিষয়ক কর্মকর্তা বরাবরে আবেদন সাপেক্ষে  প্রদান করা হয়।

জেলা  /উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।

তথ্য অধিকার আইন ২০০৯ এর নিতীমালা  অনুযায়ী মূল্য পরিশোধ সাপেক্ষে।

 

 

চলমান

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, নড়াইল।

ফোন-০৪৮১৬৩২৭০ ও

dwao.narail@gmail.com

সংশ্লিষ্ট উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা,

11

জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রম।

পাঁচক্যাটাগরীর জয়িতা

ক) অর্থনৈতিক ভাবে  সাফল্য  অর্জনকারী নারী।

খ) শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে  সাফল্য অর্জনকারী নারী।

গ) সফল জননী নারী।

ঘ) নির্যাতনের বিভীষিকা  মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী।

ঙ) সমাজ  উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন  যে নারী।

সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ ও পৌরসভার ওয়ার্ড থেকে প্রাপ্ত আবেদন কারীদের মধ্যে হতে ৫টি ক্যাটাগরীতে ৫জন শ্রেষ্ঠজয়িতার নামের তালিকা ৩০ অক্টোবরের মধ্যে  উপজেলাতে প্রেরণ।

 

 
 
 

 

 

ইউনিয়ন পরিষদ ও পৌরসভার ওয়ার্ড থেকে প্রাপ্ত আবেদন কারীদের মধ্যে হতে ৫টি ক্যাটাগরিতে  শ্রেষ্ট ৫জন জয়িতার তালিকা ১৫ নভেম্বরে মধ্যে জেলায় প্রেরণ। 

 

 
 
 

 

 

উপজেলা  থেকে প্রাপ্ত আবেদন কারীদের মধ্যে হতে ৫টি ক্যাটাগরিতে  শ্রেষ্ট ৫জন জয়িতার তালিকা ৩০ নভেম্বরের মধ্যে বিভাগীয় কমিশনারের কার্যালয়  প্রেরণ। 

নভেম্বরের মধ্যে বিভাগীয় কমিশনারের কার্যালয়  প্রেরণ। 

 

সংশ্লিষ্ট জেলা /উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে এবং সংশ্লিষ্ট পৌরসভা ও ইউনিয়ন পরিষদে আবেদন পত্র পাওয়া যায়।

বিনামূল্যে

 

বছরে ০১ (এক) বার

 

 

জেলা প্রশাসক,সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার, জেলা /উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, সংশ্লিষ্ট পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর/ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানা।